কুলাউড়ায় ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৩ জনের মনোনয়ন প্রত্যাহার

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ১০জন মেম্বার প্রার্থীসহ মোট ১৩ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। ১১ নভেম্বর বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তাঁরা স্ব স্ব রিটার্নিং অফিসারের কাছে উপস্থিত হয়ে তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেন। বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর রিটার্নিং অফিসার মোঃ আহসান ইকবাল। চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করেন যাঁরা –শরীফপুর ইউনিয়নে নছিবুর রহমান নছিম, জয়চন্ডী ইউনিয়নে আয়েশা সিদ্দিকা, ভুকশিমইল ইউনিয়নে আনোয়ার হোসেন। মেম্বার পদে মনোনয়ন প্রত্যাহার করেন যাঁরা-আব্দুস সালাম (২নং ওয়ার্ড-কর্মধা), শাহীন আহমেদ (১নং ওয়ার্ড-ব্রাক্ষণবাজার), সিদ্দিকুর রহমান চৌধুরী (৭নং ওয়ার্ড-রাউৎগাঁও), আনসার মিয়া (৫নং ওয়ার্ড- হাজীপুর), সৈয়দ হারুনুর রশীদ (৪নং ওয়ার্ড- ভাটেরা), সিরাজুল ইসলাম (১নং ওয়ার্ড- জয়চন্ডী), শামছুল ইসলাম লিপু ( ৮নং ওয়ার্ড- জয়চন্ডী), নিজাম উদ্দিন (৪নং ওয়ার্ড-ভুকশিমইল), দেলোয়ার হোসেন বখস দিলু (৮নং ওয়ার্ড-কাদিপুর), শওকত আলী (১নং ওয়ার্ড-বরমচাল।
উপজেলা নির্বাচন অফিসার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর রিটার্ণিং অফিসার মোঃ আহসান ইকবাল বলেন, প্রার্থীরা স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ফলে কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৬ জন, সংরক্ষিত আসন (মহিলা মেম্বার) ১৬১ জন ও মেম্বার পদে ৪৮৩ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। সবমিলিয়ে প্রার্থী হলেন ৭০০ জন। ১২ নভেম্বর শুক্রবার তাঁদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *