যুবককে বিয়ে করতে ২২ মাসের শিশু অপহরণ, তরুণী গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ওমান প্রবাসী জুবেল আহমদের (২৬) সঙ্গে বিয়ের কথাবার্তা চলছিল ওসমানীনগর থানার পশ্চিম রুকনপুর গ্রামের রুহেনা আক্তার রিয়ার (২১)।

অভিভাবকদের আলাপ-আলোচনায় সমঝোতা না হওয়ায় বিয়ের বিষয়টি ভেঙে যায়। ওই যুবককে বিয়ে করতে পাত্রী নিজেই পরিচিত কয়েকজনের সহযোগিতায় পাত্রের ভাতিজাকে কৌশলে অপহরণ করেন।

এ ঘটনাটি ঘটেছে গত ২ ডিসেম্বর দুপুরে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কেশরপাড়া গ্রামে। অপহরণের ২৪ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয় রাজনগর থানার পুলিশ। এ ঘটনায় মূল আসামি হিসেবে ওই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান।

রাজনগর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে ওমান প্রবাসী জুবেল আহমদ (২৬) এর ভাই প্রবাসী জায়েদের বন্ধু পরিচয় দিয়ে উপজেলার কেশরপাড়া গ্রামের অপর ভাই জাবেদ আহমদের বাড়িতে যায় দুই যুবক। এ সময় চা-নাস্তা খাওয়ার পর জাবেদ আহমদের ২২ মাস বয়সী শিশু সাইফকে নিয়ে মোবাইলের রিচার্জ (মিনিট) কার্ড কেনার কথা বলে বের হয় তারা। পরে তাদের ব্যবহৃত প্রাইভেট কারে শিশুটিকে নিয়ে তারা পালিয়ে যায়। ৪-৫ ঘণ্টা পর শিশুটির দাদির ফোনে কল করে জানানো হয় তাকে ফিরে পেতে হলে জুবেল আহমদের সঙ্গে যে মেয়ের বিয়ের কথাবার্তা চলছে তার সঙ্গে বিয়ে দিতে হবে।

বিষয়টি জাবেদ আহমদ সঙ্গে সঙ্গে রাজনগর থানায় অভিযোগ করলে থানার উপ-পরিদর্শক মো. নূর উদ্দিনের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেলে সিলেটের ওসমানীনগর থানার তাজপুর বাজারের কদমতলী এলাকায় অভিযান চালিয়ে অপহৃত ওই শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

এ সময় ওসমানীনগর থানার পশ্চিম রুকনপুর এলাকার মৃত কনাই মিয়ার মেয়ে রুহেনা আক্তার রিয়াকে (২১) গ্রেপ্তার করে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজনগর থানায় মামলা হয়েছে।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান বলেন, শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। অপহরণের মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামিদেরও গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম, ওসি (তদন্ত) মো. ফরিদ উদ্দিন, এস আই মো. নূর উদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *