দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে কুলাউড়ায় সিপিবি’র সমাবেশ

কুলাউড়া প্রতিনিধি : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে দ্রব্যমূল্যের দাম কমানোর দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৬ মার্চ বিকেলে কুলাউড়া শহরের স্টেশন চৌমুহনীতে সিপিবি উপজেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অথিতির বক্তব্য রাখেন- পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-মৌলভীবাজার জেলা সভাপতি খন্দকার লুৎফুর রহমান, সম্পাদক অ্যাডভোকেট নিলিমেশ ঘোষ বলু, সাবেক উপজেলা সভাপতি প্রতাপ সিংহ, ক্ষেতমজুর সমিতির নেতা সৈয়দ মোশারফ আলী প্রমুখ।

বক্তারা ‘দাম কমাও, জান বাঁচাও’ দাবি জানিয়ে তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ করা এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের অবাধ দুর্নীতি-লুটপাট বন্ধের দাবি জানান। অন্যথায় জনগণকে সাথে নিয়ে কমিউনিস্ট পার্টি দেশব্যাপী তীব্র গণআন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারী প্রদান করেন। সমাবেশের পূর্বে কুলাউড়া শহরের প্রধান রাস্তায় পার্টির কমরেডরা লাল পতাকার মিছিল প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *