কুলাউড়ায় তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাবেন ৯৭টি গৃহহীন পরিবার 

কুলাউড়া প্রতিনিধি  : মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের বরাদ্দের আওতায় তৃতীয় পর্যায়ে আগামী ২৬ এপ্রিল মঙ্গলবার কুলাউড়ায় ৯৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটা ঘরে ব্যয় ধরা হয়েছে ২ লক্ষ ৫৯ হাজার ৫০০ টাকা। ঘরে বিদুৎ ও নিরাপদ পানির ও সুব্যবস্থা রয়েছে উপকার ভোগীদের জন্য। তাছাড়া উপকারভোগীর তালিকা যাচাইবাচাই করা হয়েছে স্বচ্ছতার সাথে। ২৪ এপ্রিল রবিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী সাংবাদিকদের এ ব্যঅপারে অবহিত করেন।
কুলাউড়া  উপজেলার, বরমচালে ২৪ টি, ব্রাহ্মণবাজার ১৪ টি ভাটেরার ইসলাম নগরে ২৬টি পৃথিমপাশার আলী নগরে ২১টি  ও হাজীপুর ১২টি  সহ ইউনিয়নে তৃতীয় পর্যায়ে ৯৭টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে এ গৃহ প্রদান করা হবে।সারাদেশে ৩২৯০৪টি গৃহ প্রদান করা হবে তার মধ্যে সিলেট বিভাগে ৩২৩৪ টি, মৌলভীবাজারে ৪৯৫টি গৃহ প্রদান করা হবে। ২৬ এপ্রিল মঙ্গলবার  সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ঘরগুলো গৃহহীন পরিবারদের মাঝে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *