জামালগন্জে অসহায় জনতার পাশে জনতা ব্যাংক

সিলেট প্রতিনিধি : শুধু মুনাফা নয়, সামজিক দায়বদ্ধতার অংশ হিসাবে উন্নয়নমূলক এবং মানবিক কাজও করে থাকে জনতা ব্যাংক। সারাদেশের ন্যায় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় এ ধরনের ব্যাপক মানবিক কাজ করে ইতিমধ্যে সকলের প্রশংসা কুড়াতে সক্ষম হয়েছে রাষ্ট্রায়ত্ত্ব জনতা ব্যাংক। সময়োপযোগী বিভিন্ন মানবিক কার্যক্রম ছাড়াও জনতা ব্যাংক এ উপজেলার অধিবাসীদের জন্য সব সময় আন্তরিক। সাবেক যুগ্মসচিব, জনতা ব্যাংক লিমিটেড, পরিচালনা পর্ষদের পরিচালক মেশকাত আহমেদ চৌধুরীর সৌজন্যে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার মানিগঁাও গ্রামে জনতা ব্যাংকের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষ্যে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়। ২৭ এপ্রিল বুধবার দুপুরে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসাবে খাদ্য সামাগ্রী বিতরণের উদ্বোধন করেন সাবেক যুগ্মসচিব এবং জনতা ব্যাংক লিমিটেড, পরিচালনা পর্ষদের পরিচালক মেশকাত আহমেদ চৌধুরী। জনতা ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিগঁাও গ্রামের বিশিষ্ট মুরব্বী মোঃ আব্দুল হাই, বিভাগীয় কার্যালয়, সিলেট এর উপমহাব্যবস্থাপক মোঃ নূরুল মোস্তফা, বিভাগীয় কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার সত্যচয়ন দাস, সিনিয়র অফিসার মোঃ জিয়াউর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মেশকাত আহমদ চৌধুরী বলেন, আমাদের সামথর্য অনুযায়ী সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দঁাড়ানো উচিত। ধনীদের সম্পদের উপর গরীবের হক রয়েছে।তাদের প্রতি নৈতিক ও সামাজিক দায়বদ্বতাও আছে। তাই এই বিষয়গুলো বিবেচনা করে আমাদেরকে দরিদ্র মানুষের জন্য কাজ করতে হবে। সমাজের সুবিধা বঞ্চিত অসহায় ও দরিদ্র মানুষের উন্নয়ন হলে সমাজ ও দেশের প্রকৃত উন্নয়ন হবে। তিনি আরো বলেন, জনতা ব্যাংক লিমিটেড তার কর্পোরেট সমাজিক দায়বদ্ধতা থেকে সারা দেশে সুবিধা বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠির জন্য কাজ করে যাচ্ছে। জনতা ব্যাংকের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জনতা ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল ওয়াদুদ জানান, ব্যাংকের মাধ্যমে ব্যবসার পাশাপাশি অনেক জনসেবামূলক কাজ করার সুযোগ রয়েছে। যা ব্যাংকের নীতি নির্ধারকদের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। বড়লেখা উপজেলার কৃতি সন্তান মেশকাত আহমদ চৌধুরী জনতা ব্যাংকের পরিচালক। শুধু জামালগঞ্জ উপজেলায় নয় বৃহত্তর সিলেট বিভাগে জনতা ব্যাংকের মাধ্যমে যেসব উন্নয়নমূলক ও জনসেবামূলক কাজ সংগঠিত হয়েছে সবই তার অবদান। তিনি ব্যাংকের এসব জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *