সিলেটে টোলমুক্ত পর্যটনকেন্দ্র করার প্রস্তাব এসপির, সম্মতি ডিসির

জেলা প্রতিনিধি, সিলেট :
সিলেটের সকল পর্যটনকেন্দ্রকে টোলমুক্ত করতে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম এর প্রস্তাবে সমর্থন করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী সহ উপস্থিত নেতৃবৃন্দ।
এসময় সিলেট জেলা প্রশাসক মো. মজিবুর রহমান তাদের প্রস্তাবে সমর্থন দিয়ে উপস্থিত সকলের সাথে ব্যাপক আলোচনা করেন।
জেলা আইনশৃঙ্খলা সভার পরবর্তী মিটিংয়ে বিস্তারিত আলোচনা করে পর্যটন মন্ত্রণালয় বরাবরে টোলমুক্ত পর্যটনকেন্দ্র করার প্রস্তাব পাঠানো হবে।
এসময় চূড়ান্ত সিদ্ধান্তের পূর্ব পর্যন্ত জাফলং পর্যটন কেন্দ্রে টোল আদায় বন্ধ থাকবে বলে জেলা প্রশাসক সিদ্ধান্ত দেন।
মঙ্গলবার (১০ মে) সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো.মজিবর রহমান।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *