কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতা ও ভ্যাকসিন গ্রহণের হার বৃদ্ধিতে মাইকিং

সৈয়দ ছায়েদ আহমদ : মৌলভীবাজারের কমলগঞ্জ শ্রীমঙ্গলে দিনব্যাপী কোভিড১৯ প্রতিরোধে সচেতনতা ভ্যাকসিন গ্রহণের হার বৃদ্ধিতে মাইকিং অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ এর সহযোগীতায় এডাব এর স্থানীয় সহযোগী এনজিও সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কমলগঞ্জে শ্রীমঙ্গলে এমসিডা উদ্যোগে উপজেলার প্রত্যাকটা ইউনিয়নের ওয়াডর্, গ্রাম প্রতান্ত অঞ্চলে মাইকিং অনুষ্ঠিত হয়।

প্রচার কার্যক্রম পরিচালনা সময় উপস্থিত ছিলেন সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব নিরু এমসিডার প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন, মোরসালিন মুকিত এডাবের আইএসপি রোকসানা আক্তার।

সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব নিরু জানান, তারা সরকারের পাশাপাশি স্থানীয় এনজিও হিসাবে তারা জনগণকে কোভিড১৯ প্রতিরোধে সচেতনতা ভ্যাকসিন গ্রহণের হার বৃদ্ধিতে কমলগঞ্জে সমগ্র উপজেলায় মাইকিং করছেন। তার সংস্থা গত শুক্রবার থেকে আজ মঙ্গলবার বিকাল পর্যন্ত চার দিনব্যাপী মাইকিং করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *