শ্রীমঙ্গলে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সৈয়দ ছায়েদ আহমদ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের তাওহীদি জনতা উদ্যোগে ভারতের বিজেপির মুখপাত্র কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে কটুক্তির প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা বিভিন্ন সংগঠনের পৃথক ব্যানারে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিভিন্ন পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করে।
শহরের সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে শহরের বিরাট বিক্ষোভ মিছিল শেষে স্টেশন রোডস্থ পেট্রোল পাম্প চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠি হয়।
শায়খ মাওলানা ফজলুর রহমান মৌলভীচকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উলামা পরিষদ মৌলভীবাজারের সহ-সভাপতি শায়খ মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী।

সমাবেশে বক্তারা ভারতে হযরত মুহাম্মদ (স.) কে অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নেতৃবৃন্দ বলেন, ভারতের বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন জিন্দাল বিশ্বনবীকে নিয়ে যে কটাক্ষমূলক বক্তব্য দিয়েছে তা অত্যন্তমূলক দুঃখজনক। এই ধরণের বক্তব্য সরাসরি ধর্ম অবমাননার শামিল। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বক্তারা কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

উলামা পরিষদ শ্রীমঙ্গলের সেক্রেটারি মাওলানা সোহাইল আহমদের সঞ্চালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আয়েত আলী, জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের মুঈনে মুহতামিম মুফতী মাওলানা মনির উদ্দীন, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গলের সভাপতি মাওলানা এমএ রহীম নোমানী, শ্রীমঙ্গল উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতীব হাফিজ মাওলানা ফেরদাউস আহমদ মাধবপুরী, দেওয়ানী জামে মসজিদের ইমাম মাওলানা শাহিদুর রহমান মক্রমপুরী, শ্রীমঙ্গল রেলওয়ে জামে মসজিদের ইমাম মুফতী মাওলানা হিফজুর রহমান হিলালী, শ্যামলী জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা নুরুল ইসলাম, আল মদিনা জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আবদুর রহমান, বিরাইমপুর জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম আজাদী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সেক্রেটারি মুহাম্মদ ইসমাইল হোসাইন।

এছাড়াও শহরে বিক্ষোভ মিছিল শেষে চৌমুহনা চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ মুসলিম যুব ঐক্য পরিষদ শ্রীমঙ্গলে আহ্বায়ক কমিটি।

সংগঠনের আহবায়ক মুহাম্মদ রুয়েল খাঁন আশরাফুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজনগর ফাজিল ডিগ্রী মাদ্রাসা অধ্যক্ষ ড. মুফতি শেখ শিব্বির আহমদ। সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ সাহেদ আহমদ ও সদস্য সাকিব আহমদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক কাউসার ইকবাল, ব্যবসায়ী নেতা মোহাম্মদ আখতার হোসেন, ব্যবসায়ী নেতা মোহাম্মদ আমজাদ হোসেন বাচ্চু, মাওলানা দেলোয়ার হোসেন আল কাদেরী কলাপুরি, পল্লী চিকিৎসক নেতা ডাক্তার মামুনুর রশিদ, রাজনীতিবিদ রুহিন আহমদ ও ছাত্র নেতা নাজমুল হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *