জুড়ীতে রেজিস্ট্রি সেবা আধুনিকায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত

জুড়ী সংবাদদাতাঃ মৌলভীবাজারের জুড়ী সাব-রেজিস্ট্র্ার কার্যালয়ের আয়োজনে কর্মচারী, দলিল লেখক ও নকলনবিশগণের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  ১৬ জুন বৃহস্পতিবার উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নে অবস্থিত সাব-রেজিস্ট্রার এর অস্থায়ী কার্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ প্রদান করেন সাবরেজিস্ট্রার মো. হাবিবুর রহমান। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বড়লেখা সাবরেজিস্ট্রার মো. সাইফুল আলম। প্রশিক্ষণ কর্মশালায় জুড়ী দলিল লেখক সমিতির সভাপতি ছানাওয়ার আলী, সাধারন সম্পাদক সামছুল ইসলাম, অফিসের প্রধান সহকারী মনোজ কান্তি কর, মোহরার আয়েশা আক্তার, সহ সাব-রেজিস্ট্রার অফিসের সকল দলিল লেখক, কর্মকর্তা কর্মচারি ও নকলনবীশবৃন্দ অংশগ্রহন করেন। কর্মশালায় রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০, হিন্দু আইন ও উত্তরাধিকার বিষয় সহ দলিলের মানোন্নয়ন ও বিভিন্ন রেজিস্ট্রেশন আইন সম্পর্কে অবহিত করা হয়। জুড়ী সাবরেজিস্ট্রার কার্যালয়ের সাব-রেজিস্ট্রার মো. হাবিবুর রহমান জানান, রেজিস্ট্রি সেবা আধুনিকায়ন ও জনগণের মানসম্মত সেবা নিশ্চিত করণের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজন করা হয়েছে। সরকারের অত্যন্ত  প্রাচীন ও গুরুত্বপূর্ণ বিভাগ হলো রেজিস্ট্রেশন বিভাগ। ইতোমধ্যে আধুনিকতার ছোঁয়া লেগেছে জমি নিবন্ধন পদ্ধতিতে এবং এ উপজেলার যারা দলিল লেখক আছেন তাদের কোনো প্রশিক্ষণ পূর্বে দেয়া হয়নি। এখন থেকে নিয়মিত প্রশিক্ষণ দেয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *