৪১ প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেল ‘অমানুষ’

সারাদেশের ৪১ প্রেক্ষাগৃহে আজ শুক্রবার মুক্তি পেল নিরব ও মিথিলা জুটির ‌‌‌‘অমানুষ’। সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন।

নির্মাণের শুরু থেকে আলোচনার টেবিলে ‘অমানুষ’। একদিকে সিনেমার গল্প ও অভিনয়শিল্পীদের লুক। অন্যদিকে রাফিয়াত রশিদ মিথিলার প্রথম বড়পর্দায় কাজ। এছাড়াও মুক্তির আগে তাদের বিভিন্ন প্রচারণার ধরনও দর্শকের মাঝে আগ্রহ তৈরি করেছে সিনেমাটি দেখার।

পরিচালক অনন্য মামুন বলেন, ‘সিনেমাটির সবকিছুর মধ্যে গণ্ডি থেকে বের হবার একটা চেষ্টা আমার ছিল। সেই চিন্তা থেকেই গল্পটা নির্বাচন করা। অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে কাজ শুরু করি। যেহেতু পুরো শুটিং জঙ্গলের মধ্যে ছিল তাই এবারের অভিজ্ঞতাও অনেক আলাদা।’

নির্মাতা আরও বলেন, ‘পুরো বিশ্বে সিনেমার আবহাওয়া পরিবর্তন হয়েছে। দেশের সিনেমার প্রতিও দর্শকদের তেমন চাহিদা রয়েছে। চেষ্টা ছিল সেই প্রত্যাশা পুরণ করার। আর এতে কাজ করা সকল অভিনয়শিল্পী ও কলাকুশলিদের ধন্যবাদ। অনেক পরিশ্রম দিয়ে সবাই কাজটি শেষ করতে আমাকে সাহায্য করেছেন। এখন দর্শকের সাড়ার অপেক্ষা।’

সিনেমাটি প্রসঙ্গে চিত্রনায়ক নিরব হোসেন বলেন, ‘একজন শিল্পীর সমবসময় ইচ্ছা থাকে চরিত্রের ব্যাপারে চ্যালেঞ্জ নেয়া। এই সিনেমাতেও আমাকে তেমনটা করতে হয়েছে। এবারই প্রথম ডাকাতের চরিত্রে অভিনয় করেছি। অনেকদিন ধরে এ নিয়ে প্রস্তুতিও নিতে হয়েছে। তবে এসব পরিশ্রম একটি ভালো কাজের জন্য। তাই প্রত্যাশা থাকবে দর্শকদের প্রতি। তাদের সিনেমা দেখা, এ নিয়ে সমালোচনা করা আমাদের আরও উৎসাহ জোগাবে।’

‘অমানুষ’-এর নায়িকা হয়েও সিনেমাটির কোনো প্রচারণা ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না মিথিলা। তবে একটি ভিডিও বার্তার মাধ্যমে সিনেমাটি নিয়ে জানিয়েছেন তার কথা। মিথিলা বলেন, ‘আমার প্রথম ছবি ‘অমানুষ’ মুক্তি পাচ্ছে। প্রিমিয়ারে থাকতে পারছি না এর জন্য আমার মনটা খুব খারাপ। কারণ, এই মুহুর্তে দেশ থেকে অনেক দূরে আছি। কিন্তু আমি আপনাদের সকলকে অনুরোধ করব ১৭ জুন সবাই হলে আসুন, সিনেমাটি দেখুন এবং আমাদেরকে জানান সিনেমাটি কেমন লাগলো।’

মিথিলা আরও বলেন, ‘গতানুগতিক ধারার সিনেমার যে গল্প তার থেকে এই সিনেমার গল্পটি আলাদা। জঙ্গলের ভেতরে একটি ডাকাত দলের গল্প। খুবই এডভেঞ্চারাস।’

‘অমানুষ’ সিনেমা নিয়ে কাজী নওশাবা বলেন, ‘আমার নতুন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে অনেকদিন পর। একটু ভয়ে আছি। আমি আসলে ভাগ্যবান যে এই সিনেমায় ডাকাত চরিত্রটি করতে পেরেছি। যদিও এমন চরিত্র ফুটিয়ে তোলা খুবই কষ্টকর ছিল। টিমের সবাই আমাকে ভীষণ উৎসাহ দিয়েছে। সিনেমাটি নিয়ে দর্শকদের বেশ আগ্রহ দেখেছি। সবাইকে হলে আসার আহ্বান জানাচ্ছি।’

‘অমানুষ’ এর শুটিং শুরু হয় ২০২১ সালে। বান্দরবানে প্রথম দিকে কাজ শেষ করে কয়েক দফায় রাঙ্গামাটি, সিলেট, নারায়ণগঞ্জ, ভালুকাসহ দেশের বিভিন্ন স্থানে শুটিং শেষে আগস্টের মাঝামাঝিতে ঢাকায় শুটিং শেষ হয়। সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডনসহ অনেকেই।

—-ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *