ভারতের আসামের বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৬২

অনলাইন ডেস্ক :

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আসাম প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে আরও আটজনের মৃত্যু হয়েছে বলে গত রোববার কর্মকর্তারা জানিয়েছেন। এ নিয়ে প্রদেশটিতে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে পৌঁছেছে।আসামের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, স্ফীত ব্রহ্মপুত্র নদের তীর ভেঙে প্রদেশের ৩৫টি জেলার মধ্যে ৩২টি জেলা প্লাবিত হয়েছে। এতে ৩০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। উদ্ধার অভিযানে ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিমানবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। ব্রহ্মপুত্র চীনের তিব্বত থেকে ভারত দিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। গত রোববার পূর্ব আসামের ডিব্রুগড় জেলায় ৯ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে চারজন নিখোঁজ হয়েছেন। ডিব্রুগড় প্রদেশটির রাজধানী গুয়াহাটি থেকে ৫০০ কিলোমিটার পূর্বে অবস্থিত। উদ্ধার অভিযান চলমান থাকলেও প্রবল ¯্রােতের কারণে তা বাধাগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে টানা বর্ষণের পর বৃষ্টি থেকে মুক্তির আশা করছেন আবহাওয়াবিদরা। শনিবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং পরিস্থিতিকে ভয়াবহ বলে বর্ণনা করেন। সেনাবাহিনী ও অন্যান্য উদ্ধার সংস্থা ২০ হাজারের বেশি লোককে উদ্ধার করেছে উল্লেখ করে শর্মা বলেন, ‘আমরা এখন ত্রাণ ও উদ্ধার অভিযানে মনোনিবেশ করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *