জুড়ীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন

মনিরুল ইসলাম : মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়ালেন পুলিশের সিলেট রেঞ্জের  ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, পিপিএম। ২৯ জুন বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে তিনি বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার , অতিরিক্ত পুলিশ  সুপার (ডিএসবি) এবিএম মুজাহিদুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী, বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন প্রমুখ। পরে তিনি বড়লেখা উপজেলায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

উল্লেখ্য, বন্যা মোকাবেলা ও প্রাকৃতিক দূর্যোগ কালীন আইনশৃঙ্খলা রক্ষায় আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ মৌলভীবাজার। বন্যার্ত মানুষেকে সহায়তা, দ্রুত উদ্ধার ও ত্রান তৎপরতা চালানোর জন্য “বন্যা মনিটরিং সেল” গঠন করা হয়েছে এবং প্রতিটি থানায় গঠন করা হয়েছে “কুইক রেসপন্স টিম”। এরেই অংশ হিসেবে জুড়ী থানা পুলিশের পক্ষ থেকে রান্না করা খাবারসহ  খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে নিয়মিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *