সুনামগন্জে ২ শতাধিক পরিবারের মধ্যে এপেক্স বাংলাদেশের খাদ্য সামগ্রী বিতরণ

সুনামগন্জ জেলার দোয়ারা ও ছাতক থানায় বন্যায় কবলিত প্রায় ২ শতাধিক পরিবারের মধ্যে এপেক্স বাংলাদেশের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে । ২ জুলাই শনিবার সুনামগন্জ জেলার দোয়ারা ও ছাতক থানার বন্যায় কবলিত প্রায় ২ শতাধিক পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । খাদ্য সামগ্রী বিতরনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাবস অব বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান ইলিয়াস জসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সহসভাপতি এপেক্সিয়ান মাহমুদুল হক সাবু, লাইফ গভর্নর এপেক্সিয়ান আক্তার হোসেন খান,জাতীয় সেবা পরিচালক এপে.সুজিত কুমার সাহা সুব্রত, জেলা গভর্নর -৪ এপ.বাবুল মিয়া,জেলা গভর্নর-১ কবির আহমদ, সদ্য অতীত জেলা গভর্নর -৪ এপে.মোঃশাহেদুর রহমান শাহেদ, সদ্য অতীত জেলা গভর্নর -২ এপে.মনিরুল ইসলাম, জাতীয় সচিব এপে.মীর মোহাম্মদ সেলিম এডভোকেট,পিডিজি-৪ এপে.আহমেদ জাকারিয়া,পিডিজি-৪ এপে.মাসুম আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট ক্লাবের সভাপতি এপেক্সিয়ান শেখ জাহেদুর রহমান মাসুম,বিশ্বনাথ ক্লাবের সভাপতি এপেক্সিয়ান এডভোকেট কবির আহমদ,বিশ্বনাথ ক্লাবের অতীত সভাপতি এপেক্সিয়ান এডভোকেট জালাল উদ্দীন,সুনামগঞ্জ ক্লাবের অতীত সভাপতি এপেক্সিয়ান এডভোকেট জয়ন্ত চন্দ্র ধর,এপেক্সিয়ান আবুহানিফা সায়মন,এপেক্সিয়ান আরজ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *