মৌলভীবাজারে জন্ম দিনের অনুষ্ঠান নয়, বানভাসির পাশে এনটিভি পরিবার

স্টাফ রিপোর্টার : দীর্ঘস্থায়ী বন্যার কারণে জন্মদিনে মৌলভীবাজারে কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ র‌্যালী বাদ দিয়ে এবার এনটিভি পরিবার দুর্দশাগ্রস্ত বানভাসি মানুষের পাশে দাঁড়ায়।
দর্শক জননন্দিত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি ১৯ পেরিয়ে ২০ বছরে পর্দাপণ দিনে আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার পৌঁছে দেয়। রোববার দূপুরে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে অবস্থানকারি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। পরে পার্শবর্তী ফতেপুর ইউনিয়নের শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আরেকটি আশ্রয় কেন্দ্রে অবস্থানকারি পরিবারের মাঝে রান্না করা খাবার তোলে দেয়া হয়।
দীর্ঘদিন থেকে আশ্রয় কেন্দ্রে অবস্থানকারিরা তাদের দু:খ দুর্দশার কথা উল্লেখ করে এনটিভি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন এনটিভি মৌলভীবাজারের স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক সৈয়দ মহসীন পারভেজ, সাংবাদিক ইমাদ উদ দীন, আব্দুল ওয়াদুদ, এনটিভি ক্যামেরা পার্সন মঞ্জু চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য সহ অন্যন্যরা।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *