জুড়ীতে বন্যার্তদের নিয়ে জাকির হোসাইনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প

জুড়ী প্রতিনিধি : পাহাড়ী ঢল আর প্রবল বৃষ্টির প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার কয়েকটি ইউনিয়ন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে উপজেলার জায়ফর নগর ও পশ্চিম জুড়ী ইউনিয়ন। এই দুই ইউনিয়নের অসহায় মানুষের জন্য দুই দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির সদস্য এস এম জাকির হোসাইন।
১৩ জুলাই বুধবার উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিরামপুর স্কুলের মাঠে এ মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় এ ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন। এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শরদেন্দু দাস শেখু,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ প্রদীপ কুমার বিশ্বাস, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তি দত্তা দাস, টালিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফয়ছল আহমদ, উপজেলা যুবলীগের পাঠাগার সম্পাদক ফয়ছল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশিদ রাজী, প্রচার সম্পাদক মো বেলাল হোসাইন, মুগদা মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক ডাঃ শাহ আহমেদ নুসায়ের, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান প্রমুখ। আগামীকাল বৃহস্পতিবার জায়ফর নগর ইউনিয়নের বানভাসী মানুষের সুবিধার্তে স্থানীয় ভূয়াই বাজার ও নয়াগ্রাম আমতৈলে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *