দক্ষিন সুরমার মোঃ আব্দুল কুদ্দছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরন বিতরণ করলেন এমপি হাবিব

দক্ষিন সুরমার লালাবাজার ইউনিয়নের সুলতানপুরস্হ মোঃ আব্দুল কুদ্দছ তালুকদার প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ শেষে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরণ করলেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। এ উপলক্ষে ২১ আগষ্ট রবিবার দুপুরে বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি অভিভাবক সমাবেশ ও শিক্ষা উপকরন বিতরণ করেন। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, লেখাপড়ার মান্নোয়নে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমি হতে হবে। এজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতন হতে হবে। উচ্চ শিক্ষা গ্রহনের মাধ্যমে দেশে কর্মসংস্হানের সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের বাংলাদেশ উন্নয়ন সম্ভাবনাময় একটি দেশ। আগামী প্রজন্ম দেশকে একটি উন্নত জাতি হিসাবে উপহার দিতে পারে। অনুষ্টানে প্রধান অতিথি অত্র স্কুল সরকারিকরনের ব্যাপারে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দয়াল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সমাজসেবী জুনাইদ হোসেন তালুকদার এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহি উদ্দিন, সিলেট জেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান,লালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজিদুল হক তুহিন,দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল আউয়াল টিপু,লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুহিদ হোসেন,মোঃ আব্দুল প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল কুদ্দুছ তালুকদার। উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রৌশন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সদস্য নজরুল ইসলাম,খলিলুর রহমান খলিল,দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আসিক আলী, লালাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন রাসেল,প্রচার সম্পাদক ছাদেক চৌধুরী, আব্দুল কুদ্দুছ প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি সহসভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার,বিশিষ্ট মুরুব্বি তুরুন মিয়া,জইন উদ্দিন তালুকদার, মোঃ চাঁদ মিয়া তালুকদার,ছইদ আলী, সহিদ আলী,ইশরাক আলী,মোঃ অানোয়ার আলী,মোঃ আহমদ,মোঃ মুজাকির,মইনুল ইসলাম,, এলাছ মিয়া তালুকদার, তালুকদার, যুবলীগ নেতা সালেহ আহমদ,মুক্তার আহমদ, আমির আহমদ তালুকদার, মঈন উদ্দিন তালুকদার, এনাম উদ্দিন তালুকদার, আব্দুল আজিজ,আব্দুল মালিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, সহকারী শিক্ষক মোছাঃ সুমি,মোছাঃ পপি বেগম,মোছাঃ শামীমা বেগম, দপ্তরী ফজর আলী প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *