কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার মারা গেছেন

চলে গেলেন কিংবদন্তি গীতিকার, সুরকার, পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত জীবন সংগ্রাম থেমে যায় তার। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবরটি নিয়ে নিশ্চিত করেছেন তার ভাগিনা অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

এছাড়াও গাজী মাজহারুল আনোয়ারের পূত্রবধু শাহানা মির্জা জানান, গত কয়েকদিন ধরে এসিডিটির সমস্যায় ভুগছিলেন গাজী মাজহারুল আনোয়ার। আমরা গতকালকে তাকে ডাক্তারের কাছেও নিয়ে যাই। রক্ত পরীক্ষা করানো হয়েছিল। আজকে আরও অনেক কিছু পরীক্ষা করার কথা ছিল। কিন্তু তার আগেই তো তিনি চলে গেলেন।

উল্লেখ্য, দীর্ঘ ৬০ বছরের ক্যারিয়ারের গাজী মাজহারুল আনোয়ার চলচ্চিত্রের বিভিন্ন পর্যায়ে অবদান রেখেছেন। তার লেখা কালজয়ী গানও অসংখ্য। গীতিকবিতায় অবদান রাখার জন্য ২০০২ সালে একুশে পদক লাভ করেন তিনি। গত বছর পেয়েছেন স্বাধীনতা পদক। এছাড়া পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

—-ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *