জুড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে মোমবাতির প্রজ্জ্বলন

হারিস মোহাম্মদ: মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে  শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। ১৪  ডিসেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে শিশু পার্কের  শহীদ মিনারে  মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, থানার অফিসার্স ইনচার্জ ( ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সমরজিৎ সিংহ,  একাডেমিক সুপারভাইজার মো: আলাউদ্দিন, জেলা পরিষদের সদস্য বদরুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শ্রীকান্ত দাশ, থানার এসআই সৈয়দ আব্দুল মান্নান, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাশ, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সদস্য জমশেদুল ইসলাম, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি হারিছ মোহাম্মদ, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমুখ।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর স্বাধীনতার পূর্বক্ষণে পাকিস্তানী হানাদার বাহিনীদের হত্যার শিকার হন এ দেশের  বুদ্ধিজীবীরা। বাংলাদেশ কে মেধাশূন্য করতেই এ  হত্যাযোগ্য চালায় পাক হানাদার বাহিনী এবং তার দোসর আলবদর বাহিনীর সদস্যরা। সে দিনকে স্মরণ  রাখতে প্রতিবছর ১৪  ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। উল্লেখ্য এই দিবস উপলক্ষে উপজেলায় সকালে পুষ্পর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *