১০ দফা দাবিতে ১২-দলীয় জোটের সিলেট বিভাগীয় সমাবেশ

সরকারের দমনপীড়ন ও নির্যাতনের প্রতিবাদ, খালেদা জিয়াসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ-গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে সিলেট বিভাগীয় সমাবেশ করেছে ১২-দলীয় জোট। ৪ ফেব্রুয়ারী শনিবার নগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত সমাবেশে বক্তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়াসহ জাতীয় নেতাদের মুক্তি, বিদ্যুতের মূল্যবৃদ্ধি বন্ধ, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারীদের বিরুদ্ধে রুখে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার দাবি জানান। ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিব এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী। তিনি তার বক্তৃতায় বলেন, নিজেদের প্রয়োজনে মানুষ আজ আন্দোলনে নেমেছে। তেল-গ্যাসসহ সবকিছুর দাম বেড়েছে। কিন্তু কৃষকের শ্রমের দাম বাড়েনি। মানুষের ঘাড়ে ঋণের চাপ বেড়েছে। ভোটের অধিকার ফিরে পেতে চায় সারা দেশের মানুষ। নির্দলীয় সরকারের অধীনে ভোট আজ আপামর জনতার প্রানের দাবী। বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন মেনে নেওয়া হবে না। তিনি দেশের মাটি ও মানুষ রক্ষার আন্দোলনে সকলকে অংশ গ্রহণের জন্য আহবান জানান। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর প্রেসিডিয়াম সদস্য, সাবেক সাংসদ নবাব আলী আব্বাস খান,বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় যুগ্নমহাসচিব ও সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির সিলেট জেলা সভাপতি ফয়জল বারী, এনডিপির সিলেট জেলা সভাপতি আহেমদ শফি। জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য নবাব আলী আব্বাস খান বলেন, ‘বাজারে নিত্যপণ্যের দাম দ্বিগুণ। সরকার নিজেরা সুখে থাকতে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। আর মানুষ কষ্টে রয়েছে। দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা এই সরকারের পরিবর্তে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট চাই।’ সমাবেশে বক্তব্য রাখেন, জামালগন্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা রশিদ আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর এর সিনিয়র সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, জেলা যুগ্ন সাধারন সম্পাদক কারা নির্যাতিত নেতা মাওলানা আব্দুস সালাম, জমিয়তের মহানগর সহ সভাপতি হাফিজ খলিলুর রহমান, জেলা সহ সভাপতি মাহমুদ হোসাইন, মহানগর সাধারন সম্পাদক আবু বক্কর সিদ্দিক সরকার, এনডিপি জেলা সেক্রেটারি রেজওয়ান আহমদ, কল্যাণ পার্টির সেক্রেটারি আনিসুর রহমান, জমিয়ত নেতা মাওলানা ফয়জুল বারী, ছাত্র জমিয়ত সিলেট মহানগর সভাপতি দিলওয়ার হোসেন ইমরান, সাধারন সম্পাদক মিজানুর রহমান শিপু, ছাত্রনেতা জিয়াউর রহিম উসামা, মোজাম্মিল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *