ট্যালেন্ট একাডেমিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

 দক্ষিণ সুরমার নাজির বাজারস্হ ট্যালেন্ট একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে একাডেমি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ এডভোকেট মুহিত হোসেন। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সেক্রেটারি কফিল আহমদ চৌধুরী,প্রধান বক্তার বক্তব্য রাখেন দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকের সাবেক সভাপতি আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস শহীদ, আব্দুল বারী আজাদ। একাডেমির শিক্ষিকা শামসুন্নাহার খানমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমির পরিচালক সেবুল আহমদ, সিরাজ উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল আওয়াল টিপু। উপস্থিত ছিলেন, একাডেমির পরিচালক আবুল কালাম হাসিম, এপেঃ তাহেদুর রহমান, রইছ আলী ফরহাদ আহমদ দিপু,জাহাঙ্গীর আলম, আব্দুল ওয়াদুদ, ফয়ছল আহমদ, আবুল বাশার, মিন্টু দেব নাথ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ব্রিটিশ এডুকেশন কাউন্সিল মেধাবী বৃত্তি প্রাপ্ত ৩য় শ্রেণীর শিক্ষার্থী মো: আব্দুল্লাহ আল ফাহিম, ১ম শ্রেণীর মো: তানজিল আহমদ,৫ম শ্রেণীর মেহজাবিন জান্নাত তাহসিন ও মেরিট কেয়ার মেধাবী বৃত্তি প্রাপ্ত ৫ম শ্রেণীর মেহরান জায়গীদারকে সংবর্ধনা প্রদান সহ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়। বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *