রবিরবাজারে দুই কিশোরকে নির্যাতন-অভিযুক্তসহ দুইজন জেল হাজতে

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশার রবিরবাজারে বেঙ্গল ফুডের পরিবেশক খালিদ হাসান রুমেল ও তার দোকানের কর্মচারী পাপ্পু পালকে বুদ্ধি প্রতিবন্ধী কিশোর রুবেল(১৭) ও জিবান(১৬) কে টাইগার না বলে নেয়ার অপরাধে অমানবিকভাবে নির্যাতনের ঘটনায় জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। নির্যাতীত মানষিক প্রতিবন্ধী কিশোর রুবেলের আইনজীবি এডভোকেট তোফায়েল আহমদ সবুজ জানান, ১৯ জুলাই বুধবার রবিরবাজারে একটি মার্কেটে বেঙ্গল ফুড এর পরিবেশক খালিদ হাসান রুমেলসহ তার কর্মচারী ও আত্মীয়দ্বারা নির্যাতনের দায়ে গত ২০ জুলাই বুধবার ভোক্তভোগীর বড় ভাই রাসেল মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করলে ওইদিনই পুলিশ অভিযুক্ত খালিদ হাসান রুমেলকে গ্রেফতার করে ও পরে দোকান কর্মচারী পাপ্পু পালকেও গ্রেফতার করে পরের দিন শুক্রবারে কোর্টে চালান করে। মামলাটি সেখান থেকে কৌশলে খালিদ হাসান রুমেল ও পাপ্পু পাল জামিনে মুক্ত হন। এরই ঘটনা ধরে আজ রবিবার বিষয়টি কোর্টের নজরে আনলে ৫নং আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালিদ হাসান এর কাছে তাদের নির্যাতনের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর, ভিডিও ও ছবি নজরে আনলে দীর্ঘ শুনানির পর বিচারক দাউদ হাসান তাদের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। কুলাউড়া থানার মামলা নাম্বার ১৬, তারখি ২১/০৭/২০২৩, শিশু নির্যাতন আইনের ধারা ২০১৩ এর ৭০। আসামী পক্ষ্যে আইনজীবিরা ছিলেন এডভোকেট আহমেদুর রহমান খান মুরাদ ও সজল দাস। প্রতিবন্ধী রুবেলের ভাই ও মামলার বাদী রাসেল মিয়া জানান, গত শুক্রবারে অভিযুক্তরা জামিনে গিয়ে তাদের মার্কেটসহ অনেকের মধ্যে মিষ্টি বিতরন করেছে, এতে আমরা হতাশ হয়ে কোর্টের শরণাপন্ন হলে কোর্ট সঠিক সিন্ধান্ত নিয়েছে। তিনি বলেন, যারা আমার ভাই ও জীবানকে অমানবিকভাবে বিকেল থেকে রাত অবদি কয়েকঘন্টা আটকে রেখে নির্যাতন করেছে তাদের সকলকে আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবী জানাচ্ছি। নির্যাতনে আরও লোকও জড়িত রয়েছে, যারা এখনো আটক হয়নি তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হউক। ঘটনার সাথে জড়িত অনেকেই এখনো ধরাছোঁয়ার বাহিরে রয়েছেন। তিনি বলেন, তারা ভয়ের মধ্যে আছেন। এবিষয়ে রাসেলের আইনজীবি এডভোকেট তোফায়েল আহমদ সবুজ জানান, সকল কাগজপত্র ও নির্যাতনের ছবি কোর্টের নজরে আনলে বিজ্ঞ বিচারক সন্তুষ্ঠ হয়ে জামিন বাতিল করে আসামীদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এবিষয়ে সদর কোর্টের কোর্ট ইন্সপেক্টর মো: ইউনুছ মিয়া জানান, গত শুক্রবারে পর্যাপ্ত প্রমানাদী না থাকায় জামিন হয়ে যায়। পর্যাপ্ত প্রমান পেয়ে আমরা কোর্টকে বুঝাতে সক্ষম হলে কোর্ট সন্তুষ্ঠ হয়ে আসামী দুই জনের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য যে, চুরির অভিযোগ এনে মানষিক প্রতিবন্ধী কিশোর রুবেল মিয়া(১৭) ও জিবান আহমদ(১৬) কে হাত-পা বেঁধে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠে। গত বুধবার(১৯ জুলাই) বিকেলে মধ্য রবিরবাজার সফিক স্যারের মার্কেটে বেঙ্গল ফুডের শোরুমের মালামাল গাড়ি থেকে নামানোর কথা বলেন রুমেল। প্রতিবন্ধী ছেলে রুবেল ও জীবান গাড়ি থেকে মালামাল নামানোর পরে প্রতিবন্ধী রুবেল টাইগারের একটি বোতল তার নিজের আয়ত্বে নিয়ে গেলে রুমেল ক্ষিপ্ত হয়ে প্রথমে তার দোকানের কর্মচারীসহ রুবেলকে ও রাস্তা থেকে জীবারকে ধরে এনে দু’তলায় তার এ আর জীম সেন্টারে নিয়ে গিয়ে হাত পা বেঁধে অমানবিকভাবে রাত সাড়ে ৮টা পর্যন্ত মারপিট করে জখম করে। পরে রাতে ব্যবসায়ী সমিতির অফিসে নিয়ে গেলে প্রতিবন্ধী ছেলের বড় ভাই সাদা কাগজে দস্তখত দিয়ে তাদের ছুটিয়ে নিয়ে আসে। পরের দিন থানায় অভিযোগ দিলে থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করে কোর্টে পাঠায়।

রবিরবাজারে চুরির অপবাদে হাত-পা বেঁধে দুই কিশোরকে নির্যাতন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *