বৃটেনে মুক্তিযুদ্ধের সংগঠক, প্রবীন কমিউনিটি নেতা মিয়া মনিরুল আলম আর নেই : কমিউনিটিতে শোকের ছায়া

বিশেষ প্রতিনিধি: বৃটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ,প্রবীন কমিউনিটি নেতা ও বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মিয়া মনিরুল আলম আর নেই। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। রবিবার বিকাল ৬টায় লণ্ডনের গাইজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি বাংলাদেশ ক্যাটারারস এসোসিয়েশনের দীর্ঘ কালের সভাপতি ,ফক্সটন মসজিদের অন্যতম প্রতিষ্ঠা ও বিভিন্ন সংগঠণের সাথে সম্পৃক্ত ছিলেন। আলহাজ্ব মিয়া মনিরুল আলম সাপ্তাহিক ইউরো বাংলা পত্রিকার চেয়ারম্যান ও যুক্তরাজ্য বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেন। তিনি কেন্টের ফক্সটনে বসবাস করতেন। মরহুমের গ্রামের বাড়ি ছিল মৌলভীবাজার উপজেলার একাটুনা গ্রামে। মরহুমের মৃত্যুতে কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। উনার মৃত্যেুতে গভীর শোক প্রকাশ ও শোক সমস্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মৌলভীবাজার জেলা বিএনপি পরিবার যুক্তরাজ্যের সভাপতি শরীফুজ্জামান চৌধুরী তপন, সিনিয়র সহ সভাপতি মস্তফা সালেহ লিটন, সাধারন সম্পাদক সৈয়দ ফজলুল হক সেলিম, সাংগঠনিক সম্পাদক মাহফুজ আহমেদ। এছাড়াও অপর এক বিবৃতিতে শোক প্রকাশ করে এবং শোক সমস্ত পরিবারে প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন স্বদেশ মেইল সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *