নিয়ম ভেঙে বিয়ের উৎসব, করোনায় আক্রান্ত সালাহ

লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ করোনা আক্রান্ত হয়েছেন। প্রথমে তার করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়ে আবার তা সরিয়ে ফেলে মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। পরে আবার স্বীকার করেছে যে, বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলারের দেহে ঢুকে পড়েছে করোনাভাইরাস।

এর আগে শুক্রবার ইএফএ এক বিবৃতি দিয়ে জানায় যে, সালাহ করোনাভাইরাসে আক্রান্ত। পরে সেই তথ্য মুছে ফেলে তারা। নতুন বিবৃতিতে জানায় যে, মিশরের তিন ফুটবলারের দেহে পাওয়া গেছে করোনা।

সালাহ এখন সেলফ আইসোলেশনে আছেন। তার জন্য প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাও করা হয়েছে। তিনি মিশরীয় ফুটবল দলের প্রধান চিকিৎসক ড. মোহাম্মদ সুলতানের পর্যবেক্ষনে আছেন।

ওদিকে অভিযোগ উঠেছে নিয়ম ভেঙে গত সপ্তাহে ভাইয়ের বিয়ের অনুষ্ঠান করেছেন মো সালাহ। মানেননি বায়ো বাবল, নেননি তেমন কোন সুরক্ষা ব্যবস্থা। এমনকি মুখে মাস্কও ছিল না তার। সালাহর শহরের মেয়র অবশ্য সালাহর করোনা সুরক্ষা নীতি ভাঙার অভিযোগ নাকচ করে দিয়েছেন। তবে সালাহর করোনা প্রটোকল ভাঙার ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *