অলিম্পিকে টি-টোয়েন্টি ক্রিকেট চান রাহুল দ্রাবিড়

দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট চান ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। অন্তত টি-টোয়েন্টি ক্রিকেট যোগ করার পরামর্শ দিয়েছেন দ্রাবিড়। তার মতে, অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট যুক্ত হলে আয়োজনে পূর্ণতা পাবে।

২০১৮ সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট যুক্ত করা ঠিক হবে কি না জানতে চেয়ে জরিপ চালিয়েছিল। জরিপে ৮৭ শতাংশ ভোট ছিল পক্ষে এসেছিল।

কিন্তু ক্রিকেটের সবেচেয়ে ক্ষমতাবান ও ধনী বোর্ড বিসিসিআই অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট যুক্ত করার পক্ষে নয়। এমন কি তারা জানিয়েছিল, অলিম্পিকে ক্রিকেটের জন্য দল পাঠাবে না। ২০১০ ও ২০১৪ এশিয়ান গেমসেও দল পাঠায়নি ভারত।

তবে ভারতের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ ১৩,২৮৮ রান করা রাহুল দ্রাবিড় মনে করেন, অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট যুক্ত করা উচিত। ক্রিক ইনফোকে দ্রাবিড় বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে অলিম্পিকে যুক্ত হলে দারুণ হবে। আপনারা প্রত্যেকেই জানেন, ৭৫ টি-টোয়েন্টি দল অংশগ্রহণ করছে। এটা অবশ্যই চ্যালেঞ্জের। দীর্ঘ সময়ের প্রয়োজন। পাশাপাশি সকল সুযোগ সুবিধাও নিশ্চিত করতে হবে। তবে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে যদি অলিম্পিকে ক্রিকেট চালু করা যায় সেটা হবে সত্যিই অভূতপূর্ব।’

দ্রাবিড় আরো বলেন, ‘আমি ক্রিকেট ছড়িয়ে দেওয়ার পক্ষে। বলার অপেক্ষা রাখে অলিম্পিক বিরাট মঞ্চ। সারাবিশ্বের চোখ থাকে সেখানে। যদি সত্যিই সুযোগ সুবিধা নিশ্চিত করা যায় তাহলে কেন নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *