রোজিনা ইসলামের মুক্তির দাবী জানালেন স্বদেশমেইল সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম খান

বিশেষ প্রতিনিধি : প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার ও লাঞ্চিত করার নিন্দা জানিয়েছেন স্বদেশমেইল সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম খান। যুক্তরাজ্য থেকে এক বার্তায় তিনি বলেন, স্বাস্হ্যখাতে ভয়াবহ দূর্নীতির রিপোর্ট প্রকাশ করায় সোমবার সাহসী পেশাদার রিপোর্টার রোজিনা ইসলামকে স্বাস্হ্য সচিবের দফতরে আটকে ৬ ঘন্টা মানসিক শারিরীক নিপিড়ন অপমান করা হয়েছে। রাতে নথি চুরির মামলায় থানায় নিয়ে আটক, দিনে কারাগারে প্রেরণ। মামলা করার পর রোজিনাকে সকাল ৮ টায় আদালতে নেয়া হলো। তাকে রাখা হলো আদালতের হাজতখানায়। এতো সকালে আদালত কি খোলে?

এটা স্বাধীন গণমাধ্যমের উপর সরকারের নগ্ন হস্তক্ষেপ। রোজিনা ইসলামের সাময়িক কষ্ট হলেও তিনি এখন দেশ ছেড়ে আন্তর্জাতিক অঙ্গনের খবর হয়েছেন। একজন নিষ্টাবান সাংবাদিককে জেলের অন্ধকার প্রকোষ্টে নিক্ষেপ করে সরকারের লাভ না লোকসান হলো সেটা সরকারের নীতিনির্ধারকদের বোধগম্য হবে কবে?

রোজিনা ইসলাম কি দেশের কোন শীর্ষ সন্ত্রাসী? যে তার পিছনে এত পুলিশ! তিনি রোজিনা ইসলামের মুক্তি ও এর সাথে জড়িতদের শাস্তির দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *