কুলাউড়া পৌর নির্বাচন বাতিল ও পুনঃ নির্বাচন দাবী বিএনপির

কুলাউড়া প্রতিনিধিঃ ১৬ জানুয়ারি অনুষ্ঠিত কুলাউড়া পৌর নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। ১৯ জানুয়ারি সোমবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে বিএনপির মেয়র প্রার্থী কামাল উদ্দিন আহমদ জুনেদের পক্ষে জেলা বিএনপির সহ-সভাপতি এড. আবেদ রাজা সংবাদ সম্মেলনে তাঁর বক্তব্যে অভিযোগ করে বলেন, গত ১৬ জানুয়ারী কুলাউড়া পৌর নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে। যেখানে পৌরবাসীর সকলের মূখে মূখে ছিল ধানের শীষের নাম এবং দুইবারের জনপ্রিয় মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ যেখানে বিপুল ভোটে এগিয়ে ছিলেন, সেখানে নির্বাচন কমিশন ও শাসকদল কৌশলে ধানের শীষের প্রার্থীকে ৪র্থ অবস্থানে রেখে ফলাফল প্রকাশ করেছে। যা বিএনপি প্রত্যাখান করল এবং পুনরায় নির্বাচন দাবী করছে।
এড. আবেদ রাজা আরও বলেন, ভোটের দিন ৫ নং কেন্দ্রে পুলিশ ও ছাত্রলীগ বিএনপির মেয়র কামাল আহমদ জুনেদকে মারপিট করে আহত করে জালভোট প্রদান করে। এছাড়াও আরও ৪ টি কেন্দ্রে তারা জালভোট প্রদান করে। তিনি জালভোট প্রদানকারী সংশ্লিষ্ট পুলিশ এবং ছাত্রলীগের জড়িত ঐ সমস্থ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান। এছাড়াও এসব অনিয়মের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করা হবে তিনি উল্লেখ করেন। এসময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদরুজ্জামান সজল বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহমদ চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুল আলম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভূঁইয়া, ময়নুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ আশরাফ আলী, প্রচার সম্পাদক শেখ শহীদুল্লাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *