জহিরুল ইসলামের পিতৃবিয়োগে বিভিন্ন মহলের শোক

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ, অনলাইন নিউজ পোর্টাল রিয়েল টাইমস ৭১ এর সম্পাদক ও প্রকাশক, মৌলভীবাজার জেলা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী, বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো: জহিরুল ইসলামের বাবা, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের দাতা হাজী আব্দুল মতলিব গত ২ আগষ্ট দুপুর ১২.৫৩ মিনিটের সময় ওনার রাউৎগাও ইউনিয়নের তিলাশীজুরা গ্রামের নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। মরহুমের জানাযার নামাজ ঐ দিন সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় সহস্রাধিক মানুষের উপস্থিতিতে উনার নিজ বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে উনার দাফন সম্পন্ন করা হয়। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এ.কে.এম সফি আহমদ সলমান, ৮নং রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, মৌলভীবাজার জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমান, বাংলাদেশ হাইকোর্টের আইনজীবী প্রতীম গোপ, কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, মৌলভীবাজার জেলা জজ কোর্টের আইনজীবী নিক্সন গৌছউদ্দীন, নিউ নেশন প্রতিনিধি এম মছব্বির আলী, বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি মো: আসাদুজ্জামান রনি, প্রচার সম্পাদক মো: বেলাল হোসাইন, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো: এহসানুল হক, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, কুলাউড়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক রবিন্দ্র মল্লিক রবি, কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলসহ আরও অনেক । উল্লেখ্য, মরহুম হাজী মো: আব্দুল মতলিব পরিবারের স্বার্থের কথা না ভেবে মসজিদ প্রতিষ্ঠাসহ সারাটা জীবন ধর্মীয় কাজে ব্যয় করেন। গত ৬ আগস্ট মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও শিরণী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *