সিলেটে ছিন্নমূল শতাধিক মানুষের মাঝে যুবলীগ নেতা রুকনের খাবার বিতরন 

কুলাউড়া প্রতিনিধি : করোনা মহামারির শুরুর দিকে তিনি নিজ এলাকার প্রায় সহস্রাধিক মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা বিতরণ করে  করেছিলেন। গত রমজান মাসে নিজ উদ্যোগে প্রায় সহস্রাধিক দরিদ্র মানুষের মাঝে ইফতারিও বিতরন করেছিলেন। পাশাপাশি তাঁর উদ্যোগে কিছু প্রবাসীদের সহযোগীতায় এলাকায় কয়েকটি দরিদ্র পরিবারে  নলকূপও প্রদান করেছিলেন। তাঁর এমনসব কর্মকান্ড এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছিলো। সেই মানবিক মানুষটি হলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের খারপাড়া গ্রামের বাসিন্দা সমাজসেবক সাইফুল ইসলাম রুকন।  বর্তমানে তিনি ভাটেরা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ভাটেরা স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন। নিজ এলাকায় তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। এবার তিনি নিজ এলাকার গন্ডি পেরিয়ে সিলেট শহরের বিভিন্ন এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা প্রায় ১৫০ জন ছিন্নমূল মানুষের মাঝে টানা দুইদিন রাত ২টার পর খাবার বিতরন করেন। এ বিষয়ে যুবলীগ নেতা সাইফুল ইসলাম রুকন জানান, ব্যক্তিগত কাজে দুইদিন সিলেট শহরে অবস্থান করেছিলাম। চিন্তা করলাম সমাজের পিছিয়ে পড়া ছিন্নমূল মানুষদের অন্তত এক বেলা খাবার মুখে তুলে দেই। সোমবার সিলেট শহরের দরগাহ গেইট ও মঙ্গলবার শহরের আম্বরখানা এলাকায় প্রায় ১৫০ জন অসহায় মানুষের মাঝে নিজের সামর্থ্যানুযায়ী খাবার বিতরন করি।  নিজে তো পারবো না পুরো শহরের মানুষ কে দিতে তাই কিছুটা হলেও চেষ্টা করছি। আগামীতে যদি বেঁচে থাকি তাহলে এমন মানুষের জন্য কাজ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *