জুড়ীতে ইউপি নির্বাচনে ২৭৯ জনের মনোনয়ন জমা

জুড়ী প্রতিনিধি : আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ১৬ অক্টোবর রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলার ৫ টি ইউনিয়নের প্রার্থীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এতে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন জমা দিয়েছেন চেয়ারম্যান পদে ২২ জন, সদস্য পদে ২০৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫২ জন।
উপজেলার ৫টি ইউনিয়নের মনোনয়ন জমা দিয়েছেন চেয়ারম্যান পদে ২২ জন প্রার্থী। এদের মধ্যে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী হলো ৫ জন, আওয়ামীলীগ সমর্থিত বিদ্রোহী প্রাথী ৩ জন, স্বতন্ত্র প্রার্থী ১৩জন। বাংলাদেশ ইসলামি আন্দোলন প্রার্থী ১জন। আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী সদর জায়ফরনগর ইউপিতে জায়েদ আনোয়ার চৌধুরী, পশ্চিম জুড়ী ইউপিতে শ্রীকান্ত দাস, পূর্বজুড়ী ইউপিতে আব্দুল কাদির, গোয়ালবাড়ী ইউপিতে শাহাব উদ্দিন আহমেদ ও সাগরনাল ইউপিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর। আওয়ামীলীগ বিদ্রোহী প্রাথী পশ্চিম জুড়ী ইউপিতে আনফর আলী, পূর্বজুড়ী ইউপিতে সালেহ উদ্দিন আহমেদ ও রুয়েল উদ্দিন। স্বতন্ত্র প্রার্থী সদর জায়ফরনগর ইউপিতে মাসুম রেজা, হাবিবুর রহমান, পশ্চিম জুড়ী ইউপিতে মঈন উদ্দিন মইজন, মো. হেলাল উদ্দিন ও মামুনুর রশীদ, পূর্বজুড়ী ইউপিতে মোঃ জাবের উদ্দিন, গোয়ালবাড়ী ইউপিতে মো. মোস্তাক খাঁন, আব্দুল কাইয়ুম, মোঃ সবুজ মিয়া ও মোঃ ওয়াছির উদ্দিন, জায়ফনগর ইউপিতে বাংলাদেশ ইসলামি আন্দোলনের হাত পাখা’র প্রার্থী মোঃ সুহেল আহমদ।
৫টি ইউনিয়নের সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন সদর জায়ফরনগর ইউপিতে ৫২জন, পশ্চিম জুড়ী ইউপিতে ৩৫ জন, পূর্বজুড়ী ইউপিতে ৩৭জন, গোয়ালবাড়ী ইউপিতে ৪৫ জন ও সাগরনাল ইউপিতে ৩৬জন। ৫টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন সদর জায়ফরনগর ইউপিতে ১৬জন, পশ্চিম জুড়ী ইউপিতে ১০ জন, পূর্বজুড়ী ইউপিতে ৮ জন, গোয়ালবাড়ী ইউপিতে ১০ জন ও সাগরনাল ইউপিতে ৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *