মৌলভীবাজারে বর্ণিল আলোকজসজ্জায় সেজেছে টাউন ঈদগাহ মাঠ

মাহফুজ শাকিল : বর্ণিল আলোকজসজ্জায় সেজেছে বৃহত্তর সিলেটের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ মৌলভীবাজারের হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) টাউন ঈদগাহ। ৩০ এপ্রিল শনিবার রাতে বর্ধিত এই ঈদগাহের নান্দনিক আলোক সজ্জার উদ্বোধন করেন সংসদ সদস্য নেছার আহমদ। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. ফজলুল আলী, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা জাসদ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, বিটিভির জেলা প্রতিনিধি হাসানাত কামাল, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদ, এশিয়ান টিভির মৌলভীবাজার প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, জেলা ছাত্রলীগের সভাপতি আমীরুল ইসলাম চৌধুরী আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।

পৌরসভার মেয়র ফজলুর রহমান জানান, প্রায় ১৫৮ শতক জায়গার ওপর নির্মিত দৃষ্টিনন্দন মৌলভীবাজার টাউন ঈদগাহ ময়দান। প্রায় ১৬ হাজার মুসল্লিরা একসাথে ঈদের নামাজ আদায় করতে পারবেন। ঈদের দিন তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৬ টায় প্রথম জামাত, সাড়ে ৭ টায় দ্বিতীয় জামাত এবং সাড়ে ৮টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।

মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে ১৯৩৩ সালে ৫১ শতক ভূমির ওপর শুরু হয় প্রথম ঈদের জামাত। জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় পরবর্তীতে ২০০০ সালে পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদুর রহমানের উদ্যোগে ঈদগাহ সম্প্রসারণ ও আধুনিকায়ন করা হয়। তখন পুরাতন ঈদগাহের ভিতরে ৭৯ শতক ভূমি আছে এবং বাহিরে আরও ১৩ শতক ভূমি ছিলো। ২০১৪ সালে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর নেতৃত্বে পুরাতন ঈদগাহের প্রায় ৪৩.৬৫ শতক ভূমি দখলমুক্ত করে মাটি ভরাটের মাধ্যমে ঈদগাহ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে পৌরসভার বর্তমান মেয়র ফজলুর রহমান নেতৃত্বে ঈদগাহের চূড়ান্ত সম্প্রসারণ করে নান্দনিক ইসলামিক স্থাপত্যে নির্মাণ করার কাজ বাস্তবায়ন করা হয়।

সর্বশেষ ঈদগাহের চূড়ান্ত সম্প্রসারণের প্রয়োজনে শহরের পশ্চিম ধরকাপন নিবাসী মরহুম সৈয়দ তাহির আলী তোতার মিয়ার উত্তরাধিকারীরা ২০১৯ সালে ১৬ শতক ভূমি দান করেন। যার বাজার মূল্য ৩ কোটি ২০ লক্ষ টাকা। এছাড়া সম্প্রসারিত ঈদগাহের পশ্চিম উত্তর-পশ্চিম কর্নারে ৬.৩৫ শতক ভূমি বিভিন্ন দানশীল ব্যক্তিবর্গের দানের টাকায় ১ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে (রেজিস্ট্রি খরচসহ) নগদ মূল্যে ক্রয় করা হয়। বর্তমানে ১৫৮ শতক সুপরিসর ভূমির ওপর বিশাল আয়তনের মৌলভীবাজার টাউন ঈদগাহ। নামকরণ করা হয়েছে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.)-এর নামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *