৬৮ রানের লিড বাংলাদেশের চট্টগ্রাম টেস্ট

অনলাইন ডেস্ক  : চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬৮ রানের লিড পেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের করা ৩৯৭ রানের জবাবে চতুর্থ দিনে বাংলাদেশের ইনিংস থামে ৪৬৫ রানে।

তামিম ইকবালের ১৩৩, মুশফিকুর রহিমের ১০৫, লিটন দাসের ৮৮ ও মাহমুদুল হাসান জয়ের ৫৮ রানে ভর করে এই সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে সাকিব আল হাসানের অবদান ২৬ রান।

৩ উইকেটে ৩১৮ রান নিয়ে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। লাঞ্চের আগে টাইগাররা কোনো উইকেট না হারালেও লাঞ্চের পর প্রথম বলেই লিটনকে ফেরান কানকাশন সাব কাসুন রাজিথা। ১২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় লিটনের। এরপর মাঠে নামেন গতকাল রিটায়ার্ড হার্ট হওয়া তামিম ইকবাল। তবে ১৩৩ রানের সঙ্গে আর কিছু যোগ করতে পারেননি তিনি, বোল্ড হয়ে গেছেন ওই রাজিথার বলে।

এরপর মুশফিকের সঙ্গে ৩৬ রানের জুটি গড়েন সাকিব। সাকিবের বিদায়ের পর সাজঘরে ফেরেন টেস্টে পাঁচ হাজারি ক্লাবের সদস্য হওয়া মুশফিকও। শেষদিকে ২০ রানের ইনিংস খেলেন তাইজুল ইসলাম। কালের কণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *