মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে আওয়ামী লীগ সরকার-পরিবেশ মন্ত্রী 

হারিস মোহাম্মদ: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো.শাহাব উদ্দিন এমপি বলেছেন, মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ মূল্যায়ণ ও মর্যাদা দিয়েছে আওয়ামী লীগ সরকার। তাঁদের সম্মানী ভাতাসহ নানা ধরণের সুযোগ সুবিধা দেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সারাদেশে মুক্তিযোদ্ধাদের বীর নিবাস তৈরী করে দিচ্ছেন। জুড়ী উপজেলায় বীর নিবাসের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল মুক্তিযোদ্ধাকে বীর নিবাস তৈরী করে দেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে’র সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মো. আলা উদ্দিনের সঞ্চালনায় সোমবার (১৩ ফেব্রুয়ারী) জুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের মধ্যে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন।
দুপরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো.শাহাব উদ্দিন এমপি হাজী মাহমুদ আলী দাখিল মাদ্রাসা ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন ও সুধী সমাবেশে যোগদান করেন। পরে বিকালে নয়াবাজার গ্র্যান্ড শাপলা কনভেনশন সেন্টার উদ্বোধন শেষে জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এন্ড এডুকেশন কল্যাণ ট্রাস্ট ইউকে এর উদ্যোগে হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন,  উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্ম্মা,বড়লেখা পৌর মেয়র আবু ইমাম মোঃ কামরান চৌধুরী, জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন, সাবেক জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, উপজেলায় মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ মন্টু, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ চৌধুরী খুশি লন্প্রডন প্রবাসী খোল ইসলাম শাহ মোয়াজ্জেম রুবেল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *