কুলাউড়ায় পুনাক মেলায় প্রবেশ টিকেটে বিজয়ীরা পেলেন পুরস্কার

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) কুলাউড়ার মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা শেষ হয়েছে। এই মেলায় স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ এনেছিল। গত ১৫ জানুয়ারি পৌর শহরের বঙ্গবন্ধু উদ্যানে এ মেলা শুরু হয়ে শেষ হয় ১১ ফেব্রুয়ারি। প্রবেশ টিকেট থেকে মেলার সমাপনী দিনে ১২৫ ও ১০০ সিসির দুটি মোটরসাইকেল, ফ্রিজ, মোবাইল ফোনসহ আকর্ষণীয় ৫১টি পুরস্কার দেয়ার আয়োজন করা হয়। সমাপনী দিনে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক, মেলা আয়োজক কমিটির সদস্য মোঃ মোতাহার হোসেন, মোঃ আব্দুল খালেকসহ গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রবেশ টিকেটের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে ৫১জন ভাগ্যবান বিজয়ীদের নাম ঘোষনা করা হয়। ৫১ জনের মধ্যে সবাইকে পুরস্কার দিলেও মোটরসাইকেল বিজয়ী দুজনের পুরস্কার দেয়া হয়নি। বিজয়ীদের প্রবেশ টিকেট যাচাই-বাছাই করে আনুষ্ঠানিকভাবে ২৭ ফেব্রুয়ারি সোমবার দুপুরে কুলাউড়া থানায় তাদের হাতে মোটরসাইকেল দুটি হস্তান্তর করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক। এসময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) রতন কুমার দেব, কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সমকাল প্রতিনিধি সৈয়দ আশফাক তানভীর, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন প্রমুখ।

৫১টি পুরস্কারের মধ্যে ১ম ভাগ্যবান পুরস্কার (১২৫ সিসি মোটরসাইকেল) বিজয়ী হলেন উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মৈশাজুড়ী গ্রামের শাওন দে ও ৫১তম পুরস্কার (১০০ সিসি মোটরসাইকেল) বিজয়ী হলেন কুলাউড়া সদর ইউনিয়নের কুলাউড়া গ্রামের বাসিন্দা জোৎস্না রাণী দাসের বোনের ছেলে সঞ্জয় দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *