শ্রীমঙ্গলে ৩ চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার-১

হারিস মোহাম্মদ: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার বিশেষ অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেলসহ শুক্কুর মিয়া(২৭) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ২৪ মার্চ ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানাধীন বীরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে শুক্কুর মিয়াকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা যায়, গত ২০ মার্চ শ্রীমঙ্গল থানাধীন বিরাইমপুর (কলেজরোড) এলাকার জনৈক তানভীর আহমেদের ভাড়া বাসার গ্যারেজের ভেতর থেকে একটি লাল রঙের হিরো সেপ্লন্ডার ১০০ সিসি, রেজিঃ নং-ঢাকা মেট্রো হ-৫২-২২৪৭, মোটরসাইকেলটি অজ্ঞাত লোকেরা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিকের অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল থানায় একটি চুরি মামলা রুজু করা হয়। মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মাহাম্মদ জাকারিয়া দিকনির্দেশনায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলাম শ্রীমঙ্গল থানার একটি টিম নিয়ে মোটরসাইকেল চোর চক্রের সন্ধানে কাজ শুরু করেন। গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীগঞ্জ থানার বীরগাঁও এলাকায় আসামির বাড়ি থেকে মোটরসাইকেল চুরির সাথে জড়িত শুক্কুর মিয়াকে (২৭) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শুক্কুর মিয়াকে জিজ্ঞাসাবাদে এবং তার দেখানো মতে তার বসতবাড়ির একটি টিনশেড ঘরে তল্লাশি করে মামলার চোরাই লাল রঙের হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেলটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে একটি কালো রঙের ডিসকোভার ১৫০ সিসি এবং একটি লাল রঙের ডায়াং রানার মোটরসাইকেল জব্দ করা হয়। শুক্কুর মিয়া আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম সদস্য বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুক্কুর মিয়া তার সহযোগীদের নিয়ে শ্রীমঙ্গল থানার মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার মুঠোফোনে বলেন, গ্রেফতারকৃত শুক্কুর মিয়াকে বিজ্ঞ আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *