বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৪৩ তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫, এ গত দুইবারের মহিলা চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আনজুম চ্যাম্পিয়ন হবারব গৌরব অর্জন করেছেন। এগার খেলায় সাড়ে আট পয়েন্ট পেয়ে টানা তৃতীয়বারের মতো তিনি জাতীয় মহিলা দাবার শিরোপা জয় করে হ্যাট্রিক করলেন। শনিবার অনুষ্ঠেয় একাদশ বা শেষ রাউন্ডের খেলায় মহিলা ফিদে মাস্টার নোশিন আনজুম তার দলের মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবুর সাথে ড্র করেন। আজ শেষ রাউন্ডে মহিলা ফিদে মাস্টার নোশিন আনজুম সাদা নিয়ে মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবুর প্রট্রোভ’স ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৬ চালের মাথায় ড্র করেন।
সাড়ে ছয় পয়েন্ট বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু পঞ্চম স্থান লাভ করেছেন।
সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম ও বাংলাদেশ আনসারের মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস ষষ্ঠ ও সপ্তম স্থানের জন্য শনিবার প্লে-অফ ম্যাচে অবতীর্ণ হন। পাঁচ পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন ও মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা অষ্টম ও নবম স্থানে জন্য শনিবার বিকালে প্লে-অফ ম্যাচে অবতীর্ণ হন।
সাত পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ এবং কুমিল্লার মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো রানার-আপ, তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য শনিবার প্লে-অফ ম্যাচে অবর্তীর্ণ হন। প্লে-অফ ম্যচে ৪ খেলায় তিন পয়েন্ট পেয়ে রানার-আপ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ রানার-আপ হবার গৌরব অর্জন করেছেন। দুই পয়েন্ট পেয়ে মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো তৃতীয় ও মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ চতুর্থ স্থান লাভ করেন। ষষ্ঠ ও সপ্তম স্থানে জন্য প্লে-অফ ম্যাচে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম ২ খেলায় দেড় পয়েন্ট পেয়ে ষষ্ঠ এবং বাংলাদেশ আনসারের মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস দুই খেলায় আধা পয়েন্ট পেয়ে সপ্তম স্থান লাভ করেন।
সাড়ে চার পয়েন্ট নিয়ে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা দশম, আড়াই পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ একাদশ এবং জান্নাতুল প্রীতি দুই পয়েন্ট নিয়ে দ্বাদশ হন।
একাদশ বা শেষ রাউন্ডের খেলায় আর্ন্তাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভার কাছে হেরে যান। মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা সাদা ঘুঁটি নিয়ে কুইনস্ গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির খেলায় ৫৪ চালের মাথায় মহিলা আর্ন্তাতিক মাস্টার ওয়াদিফা আহমেদকে পরাজিত করেন।
বরিশালের জান্নাতুল প্রীতি এ রাউন্ডের মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলোর সাথে ড্র করেন। জান্নাতুল প্রীতি সাদা ঘুঁটি নিয়ে কুইনস্ গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির খেলায় ৫১ চালে মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলোর সাথে ড্র করেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌসকে পরাজিত করেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে খেলে ৫৬ চালে মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌসের বিরুদ্ধে জয়ী হন।
মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন এ রাউন্ডের মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদকে পরাজিত করেন। মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন সাদা ঘুঁটি নিয়ে মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদের নিমজো-ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৪৯ চালের মাথায় জয়ী হন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা মহিলা ক্যান্ডিডেট কাজী জারিন তাসনিমকে পরাজিত করেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতিতে খেলে ৬৯ চালে মহিলা ক্যান্ডিডেট কাজী জারিন তাসনিমকে পরাজিত করেন।

রোল অব অনার:
১৯৭৯-মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ,
১৯৮০-মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ,
১৯৮১-মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ,
১৯৮২-মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ,
১৯৮৩-মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ,
১৯৮৪-মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ,
১৯৮৫-ইয়াসমীন বেগম,
১৯৮৬- ইয়াসমীন বেগম,
১৯৮৭-অনুষ্ঠিত হয়নি।
১৯৮৮- আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ,
১৯৮৯-মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবানা পারভীন নীপা, ১৯৯০- আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ,
১৯৯১-মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন,
১৯৯২- আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ,
১৯৯৩-মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা,
১৯৯৪-মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন,
১৯৯৫-মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবান পারভীন নীপা, ১৯৯৬-আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ,
১৯৯৭- মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবান পারভীন নীপা, ১৯৯৮- আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ,
১৯৯৯- আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ,
২০০০-মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা,
২০০১-আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ,
২০০২- মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবান পারভীন নীপা, ২০০৩- মহিলা ফিদে মাস্টার সৈয়দা শাবান পারভীন নীপা, ২০০৪- আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ,
২০০৫- আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা,
২০০৬-আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ,
২০০৭-আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ,
২০০৮-আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ,
২০০৯-মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, ২০১০- মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা, ২০১১-আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ,
২০১২- মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, ২০১৩-অনুষ্ঠিত হয়নি,
২০১৪-মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা, ২০১৫-মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা, ২০১৬-মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা,
২০১৭-মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, ২০১৮-আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ,
২০১৯-আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ,
২০২০-অনুষ্ঠিত হয়নি,
২০২১-মহিলা ফিদে মাস্টার জান্নাতুল ফেরদৌস,
২০২২-মহিলা ফিদে মাস্টার নোশিন আনজুম,
২০২৩-অনুষ্ঠিত হয়নি,
২০২৪-মহিলা ফিদে মাস্টার নোশিন আনজুম এবং
২০২৫-মহিলা ফিদে মাস্টার নোশিন আনজুম।

