কুলাউড়া পৌরসভায় ৪২০০ পরিবার পেলো খাদ্য সহায়তা

কুলাউড়া প্রতিনিধি : কোভিড-১৯ এর কারণে কুলাউড়া পৌরসভার ক্ষতিগ্রস্ত কর্মহীন, দুঃস্থ ও অসহায় ৪হাজার ২শত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রদত্ত বিশেষ বরাদ্দ থেকে এ বরাদ্দ প্রদান করা হয়।
৩ আগষ্ট মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে এই খাদ্য সহায়তা প্রদান করেন কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ। কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মল্লিকা দে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, কুলাউড়া উপজেলা আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সহকারী কমিশনার (ভূমি) সজল মোল্লা, ওসি তদন্ত আমিনুল ইসলাম, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পৌর সচিব সব্বি শরবিন্দু রায়, সহকারী প্রকৌশলী কামরুল হাসান প্রমুখ। উল্লেখ্য, এই খাদ্য সহায়তা প্রদানের জন্য কুলাউড়া পৌরসভা ৪২ মে.টন চাল বিশেষ বরাদ্দ পায়। এছাড়াও ঈদুল আজহার পূর্বে ভিজিএফ বাবদ ৪৬২১ পরিবারের মধ্যে ৪৬ মে. টন চাল এবং নদগ ২ লক্ষ টাকা ৪০০ কর্মহীন মানুষের মধ্যে বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *