কুলাউড়ায় জামানত খোয়ালেন নৌকার প্রার্থী

স্টাফ রিপোর্টার : চেয়ারম্যান পদে উপ নির্বাচনে জামানেত খোয়ালেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী। শুধু তাই নয় অংশগ্রহণকারী চার প্রার্থীর ভোটের হিসেবেও তিনি হন চতুর্থ। বিষয়টি এখন টক অবদ্যা জেলায় পরিণত হয়েছে। দলের তৃণমূল থেকে জেলা ও উপজেলার নেতাকর্মীরা বিষয়টি নিয়ে বিব্রত ও ক্ষোব্দ। চলছে নানা আলোচনা,সমালোচনা ও চুলচেরা বিশ্লেষণ। কারণ ওই উপ নির্বাচনে জেলা, উপজেলা ও সিলেট বিভাগেরও অনেক নেতাকর্মী প্রার্থীর সাথে ও পক্ষে গণসংযোগ ও প্রচার প্রচারণায় অংশ নেন।
জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জামানত হারান নৌকা প্রতীকে আওয়ামীলীগের প্রার্থী অধ্যাপক সিএম জয়নাল আবেদীন। প্রদত্ত (কাষ্টিং) ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তিনি জামানত খোয়ান। জানা যায় ওই উপ নির্বাচনে চারজন প্রার্থী অংশগ্রহণ করেন। তারা হলেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক সি এম জয়নাল আবেদীন। নৌকা প্রতীকে তার প্রাপ্ত ভোট ৯৬৬। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো: আব্দুল মোক্তাদির মুক্তারের প্রাপ্ত ভোট ৩২৪০। স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আহমদ খান (সুইট) চশমা প্রতীকে প্রাপ্ত ভোট ৩২৮৮। স্বতন্ত্র প্রার্থী মো.খয়রুল আমিন চৌধুরী (টিপু) আনারস প্রতীকে প্রাপ্ত ভোট ১০১৮।

কুলাউড়ায় উপনির্বাচনে আ’লীগ বিদ্রোহী প্রার্থী সুইটের জয়

ধানের শীষের প্রার্থীর ফলাফল প্রত্যাখান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *