কুলাউড়া প্রতিনিধি : “আর্তনাদ” কুলাউড়া’র টেউটিন বিতরণ অসহায় মানুষের সাহায্য তহবিল “আর্তনাদ” কুলাউড়া’র পক্ষ থেকে টেউটিন বিতরণ করা হয়। ২০ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে অসহায় মানুষের সাহায্য তহবিল “আর্তনাদ” কুলাউড়া’র পক্ষ থেকে “আর্তনাদ” এর অন্যতম দাতা সদস্য, সংযুক্ত আরব আমিরাতের কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সালেক মিয়া ও এক বিশিষ্ট ব্যবসায়ীর (নাম প্রকাশে অনিচ্ছুক) সহযোগিতায় গরীব, দিনমজুরকে উন্নতমানের এক বান্ডিল টেউটিন (২ বান) তুলে দেন “আর্তনাদ” কুলাউড়া’র তত্ত্বাবধায়ক, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার সম্পাদক ও প্রকাশক, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের টানা ছয় বারের ম্যানেজিং কমিটির সভাপতি, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এ.কে.এম সফি আহমদ সলমান। এ সময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আলম চৌধুরী, “আর্তনাদ” কুলাউড়া’র প্রতিষ্ঠাতা ও পরিচালক, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো: জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাসেল আহমদ, “আর্তনাদ” এর দাতা সদস্য কাতার প্রবাসী এমরান আহমদ চৌধুরী মিঠুন, শাহজালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ওয়াকিফ খাঁন ও মুজাহিদুল ইসলাম প্রমুখ।